BREAKING NEWS গত 28/07/2024 ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাণ্ডের ওপর গুলি এবং বোমা চালানোর ঘটনায় NIA এর হাতে গ্রেফতার হল ফিরদৌস ইকবাল ওরফে গুড্ডু নামে আরও এক অভিযুক্ত।এই মূল গুলি চালিয়েছিলো বলে অভিযোগ বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডের।আর এই গ্রেপ্তারের পর এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৯ জন।

BREAKING NEWS গত 28/07/2024 ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাণ্ডের ওপর গুলি এবং বোমা চালানোর ঘটনায়…

Read More

*দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালিত হলো ভাটপাড়ায়* ভাটপাড়া টাউন কংগ্রেসের তরফ থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ১০৮ তম জন্ম দিবস পালন করা হলো বুধবার।এদিন সকালে ভাটপাড়া রিলায়েন্স সুইট মিল গেটের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আদর্শ কে স্মরণ করে আগামী দিনে পথ চলে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য বলে জানালেন কংগ্রেস নেতারা। এই শ্রদ্ধা অনুষ্ঠানে ভাটপাড়ার প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত গরিব সাউ এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি খাজা আহমেদ হোসেন কংগ্রেস নেতা বিকাশ রায়, রিয়াজ আহমেদ বাপি, নৌরঙ্গী সাউ, অচিন্ত্য নাথ,সঞ্জয় সাউ, সঞ্জয় সাহা।

*দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালিত হলো ভাটপাড়ায়* ভাটপাড়া টাউন কংগ্রেসের তরফ থেকে…

Read More

মুখ্যমন্ত্রী ডিলিট পাচ্ছেন আনন্দের বিষয়, উনি একশোর উপর বই লিখেছেন! বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগামী বিধানসভা নির্বাচনের সলতে পাকানোর কাজ শুরু করেছে রাজ্য বিজেপির নেতারা। জোন ভাগ করে করে আলাদা আলাদা বৈঠক করা হচ্ছে। আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা তরফে ওয়ারলেস মোড়ের কাছে একটি সভাপক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসাল, রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য , ব্যারাকপুর এর প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ও একাধিক বিজেপি বিধায়করা। রাজ্য বিজেপি সভাপতি বলেন, হাসপাতাল শ্মশান, মর্গ সব জায়গায় এখন বলা আছে কোন কারনে মৃত্যু হলেই এসআইআর মৃত্যু হয়েছে বলতে হবে। প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী হলে তৃণমূল বলছে এস আই আর এর মৃত্যু হয়েছে। এটা আমাদের কাছে খুব আনন্দের। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি ছবি আঁকেন, গান করেন ,কবিতা লিখেন। উনি ১০০ বেশি বই লিখেছেন তাই ডিলিট পাচ্ছেন।

মুখ্যমন্ত্রী ডিলিট পাচ্ছেন আনন্দের বিষয়, উনি একশোর উপর বই লিখেছেন! বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক…

Read More

নৈহাটিতে ঘাসফুল শিবির ছেরে পদ্ম শিবিরে যোগদান নৈহাটিতে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিংএর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়ে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কার্যকর্তা ঈশ্বর রত্ন ও পিংকি মাহাতোর নেতৃত্বে ১০ থেকে ১১ জন বিজেপি দলে ঘরওয়াপসি হলেন তৃণমূল কংগ্রেস দল থেকে । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘরওয়াপসি বিজেপির কার্যকর্তা ঈশ্বর রত্ন সহ পিংকি মাহাতো বলেন তাদেরকে ভয় দেখানোর পাশাপাশি প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের তৃণমূল কংগ্রেস দলে যাওয়াটা ভুল বুঝতে পেরে বিজেপি দলে ঘরওয়াপসি হলেন। তার পাশাপাশি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিং জানান ২০২১ সালের পর ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে। ভুল বুঝতে পেরে ঈশ্বর রত্ন সহ পিংকি মাহাতোর নেতৃত্বে ১০ থেকে ১১ জন কর্মীরা পুনরায় বিজেপি দলে ঘরোওয়াপসি হলেন, এর ফলে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দল আলো শক্তিশালী হবে। তাদেরকে বিজিপির পরিবারে সামিল করে নেওয়া হলো বলে দাবি করলেন বিজেপি নেতা মনোজ সিং। যদিও এই যোগদানের বিষয়ে কিছু বলতে নারাজ নৈহাটি বিধায়ক সনৎ দে।

নৈহাটিতে ঘাসফুল শিবির ছেরে পদ্ম শিবিরে যোগদান নৈহাটিতে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিংএর…

Read More